Niye Jabe Ki Lyrics | Daagi | Afran Nisho, Xefer,Tama, Sunerah | ShihabS | Alpha-i | Chorki | SVF

Niye Jabe Ki Song Lyrics
Movie : Daagi
Song Title: Niye Jabe Ki
Starring: Afran Nisho, Toma Mirza, Sunehra & others.
Vocals : Xefer
Composer : Xefer
Music : Mark Don
Lyricist : Badhon
Mix/master : Shochi Shams
Director: Shihab Shaheen

-------------------------------------------------

হুম...
আকাশ করে নদীর ধারে
খুঁজি তাতে আনে না,
স্মৃতির ভিড়ে এই অন্তরে
ভাবি তোকে আনমনা।

পুরনো দিন ছিল কত না সহজ,
স্বপ্নরা ছুঁয়ে দিত রোজ
হাওয়ায় মিশে আজ নিখোঁজ।

নিয়ে যাবে কি আমায়
দূরে কল্পনায়,
অন্ধকারেই আজ
খুঁজি আলোরই উষ্ণতা।

নিয়ে যাবে কি আমায়
দূরে কল্পনায়,
তোমার আর আমার
গল্পে কি আবার
হবে নতুন সূচনা,
হবে নতুন সূচনা।

জোছনার আড়ালে
উঁকি দিয়ে গেলে,
বর্ষা রাতে তুমি নাই।
থাকি যত দূরে,
দুজনেই সরে,
তোমারি দিকে মন যায়।

কেন বারেবারে
কিসেরই বাঁধায়,
পেয়েও যে তোমাকে
আবারও হারায়।

অভিমানে ঘেরা থাকা বাসনায়,
সরলতা জমা প্রাণেরই কোনায়।

পুরনো দিন ছিল কত না সহজ,
স্বপ্নরা ছুঁয়ে দিত রোজ
হাওয়ায় মিশে আজ নিখোঁজ।

নিয়ে যাবে কি আমায়
দূরে কল্পনায়,
অন্ধকারেই আজ
খুঁজি আলোরই উষ্ণতা।

নিয়ে যাবে কি আমায়
দূরে কল্পনায়,
তোমার আর আমার
গল্পে কি আবার
হবে নতুন সূচনা,
হবে নতুন সূচনা।

Post a Comment

0 Comments