নতুন স্মার্ট কার্ড কবে ও কিভাবে পাবেন জেনে নিন ২০২৪

ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি? নতুন স্মার্ট কার্ড কিভাবে পাবেন এবং কবে পাবেন জানতে পারবেন এই পোস্টে।

নতুন অনেকেই ভোটার হয়েছেন আবার অনেক পুরাতন ভোটার আছেন যাদের মাঝে অধিকাংশের বেশি মানুষ স্মার্ট আইডি কার্ড পাননি। কারণ, মোট ৯ কোটি ভোটারের মাঝে মাত্র ১ কোটি ভোটারকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে।

বাকি ৮ কোটি ভোটার এবং যারা নতুন ভোটার নিবন্ধন করছেন, তারা কবে স্মার্ট এনআইডি কার্ড কবে পাবেন জানতে সম্পূর্ণ পড়ুন।

নতুন স্মার্ট কার্ড কিভাবে পাবেন

নতুন স্মার্ট কার্ড পেতে হলে অপেক্ষা করতে হবে। এখনো স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু হয়নি। বিতরণ শুরু হলে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আইডি কার্ড দেয়া শুরু হবে। সেখানে উপস্থিত হয় আপনার আইডি কার্ডটি নিতে পারবেন।

দেশের মোট ৯ কোটি ভোটারের মাঝে মাত্র ১ কোটির কিছু বেশি ভোটারকে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে। এখনো অনেকেই স্মার্ট কার্ড পাননি। যারা স্মার্ট কার্ড পাননি, তাদের মাঝে ধীরে ধীরে বিতরণ করা শুরু হবে।

তাই, Smart NID Card বিতরণ করা শুরু হলে মাইকিং করে জানানো হবে। তখন, আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে উপস্থিত থেকে আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট কার্ড কবে পাবেন

নতুন করে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা শুরু হলে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। বিতরণ শুরু না হলে স্মার্ট আইডি কার্ড পাওয়ার কোনো উপায় নেই। অতি শীঘ্রই স্মার্ট ভোটার আইডি কার্ড বিতরণ করা শুরু হবে।

বিতরণ শুরু হলে ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন থেকে জানিয়ে দেয়া হয়। তখন সেখানে উপস্থিত থেকে আপনার আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

তবে, আপনার কাছে যদি পূর্বের লেমিনেটিং করা ভোটার আইডি কার্ড থাকে, সেটি জমা দিতে হবে। না থাকলে জমা দিতে হবেনা।

বর্তমানে দেশের বিভিন্ন জেলা/উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চলমান আছে। তাই, অপেক্ষা করতে হবে। আপনার এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হলে জানতে পারবেন। তবেই আপনার কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। এজন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে পারেন।

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

অনলাইনে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য services.nidw.gov.bd/nid-pub/card-status ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, এনআইডি নম্বর/ফরম নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড লিখতে হবে। সর্বশেষ, সাবমিট বাটনে ক্লিক করে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করা যাবে।

আপনার স্মার্ট আইডি কার্ডটি যদি তৈরি হয়ে থাকে, তাহলে এখানে দেখতে পারবেন। তৈরি না হলেও দেখতে পারবেন। এভাবে, ঘরে বসেই আপনার Smart NID Card Status Check করতে পারবেন। এছাড়াও, নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে এসএমএস এর মাধ্যমেও চেক করতে পারবেন।

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে যান। SC NID 738290482823 এভাবে একটি এসএমএস লিখে 105 নাম্বারে সেন্ড করুন। SC NID লেখার পর আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন। তাহলে, ফিরতি এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানানো হবে।

যাদের NID Number জানা নেই, তারা চাইলে ফরম নাম্বার দিয়েও স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। এজন্য, নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে।

ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC F ফরম নাম্বার জন্ম তারিখ অর্থাৎ SC F 123456789 30-12-2001 এভাবে লিখুন। SC F লেখার পর ফরম নাম্বার লিখুন এবং জন্ম তারিখ লিখুন। অতঃপর, 105 নাম্বারে এসএমএস সেন্ড করলে ফিরতি ম্যাসেজে স্ট্যাটাস জানিয়ে দেয়া হবে।

উপসংহার

স্মার্ট কার্ড কিভাবে এবং স্মার্ট কার্ড কবে পাবেন এসব বিষয় নিয়ে এই পোস্টে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। স্মার্ট এনআইডি কার্ড না পেয়ে থাকলে এই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনার কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন।

Post a Comment

0 Comments