মানুষের জীবনে অভাবের অনেক অবদান থাকে। একটা সময় আমি এই অভাবের আগুন অনুভব করে ছিলাম। আর এই অভাব গুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে।
আচ্ছা অভাব বলতে আপনারা কি বোঝেন ? 🤔🤔🤔🤔🤔🤔🤔
সবাই অভাব বলতে একটা জিনিসই বোঝে সেটা হলো টাকার অভাব। কিন্তু মানুষের জীবনে অভাব অনেক রকমের অভাব থাকে । যেমন - অর্থের অভাব, সম্মানের অভাব, আত্মসমানের অভাব, ভালবাসার অভাব, প্রেমের অভাব, পরিবারের অভাব, বন্ধুর অভাব, যৌন সুখের অভাব, পেশাদারিত্ব এর অভাব, দায়িত্ব বোধের অভাব ইত্যাদি ইত্যাদি। সব রকম অভাবের কিছু শিক্ষা দিয়ে যায়। তবে যে অভাবটা সবার আগে আমাদের সবার জীবন কে প্রভাবিত করে সেটা হলো অর্থের অভাব। এই অভাবটা অন্য সব অভাব কে ছাপিয়ে যায়। তাই সেটা নিয়েই আলোচনা করি।
অর্থের অভাব আমাদের কি শিখিয়ে যায় ?
ব্যক্তিগত ভাবে অর্থের অভাব আমাকে কিছু শিক্ষা দিয়ে গেছে।
১. যখন অর্থাগম হয় তখন তার যতটা পর যায় ভবিষ্যতের দুঃসময় এর জন্যে সঞ্চয় করে রাখা উচিত।
২. দুঃসময় এ অর্থই সব থেকে বড় মনোবলের করান হয়ে দাঁড়ায়। মানুষের পর নির্ভরতা কমে।
৩. অর্থের অভাব দুঃসময় কে আর দুর্বিষহ করে তোলে। আত্মবিশ্বাস এর অভাব তৈরী হয়।
৪. আপনার অর্থের অভাব দেখলে, দুঃসময় অন্য মানুষরা আপনার পাশে দাঁড়াতে ভয় পায়। এমন নয় যে তারা আপনার পাশে দাঁড়াতে চায় না। কিন্তু তারাও নিজেদের কষ্টের অর্থের অপচয় করতে চায় না।
৫. অর্থের অভাব আপনাকে বিপথ গামী করতে পারে। যার থেকে অনেক সময় বেরিয়ে আসা যায় না।
৬. অর্থের অভাব আপনার সামাজিক সম্মানেরও অবনতি ঘটায়।
৭. অর্থের অভাব অযথা পারিবারিক অশান্তি ডেকে আনে।
৮. অর্থের অভাব এ পরিবারের মধ্যে বন্ধন মজবুত হয়। কারণ মানুষ বুজতে পারে একসঙ্গে না থাকলে তারা আরো দুর্বল হয়ে পড়বে।
৯. অর্থের অভাব মানুষ কে স্বার্থপর করে তোলে।
১০. অর্থের অভাব এ পড়লে তবেই আমরা মানুষের আসল রূপ চিনতে পারি। এতে নিজেদের আসে পাশের লোকেদের চিনতে সুবিধে হয়।
0 Comments