আলোচিত এবং সমালোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই শামছুল হুদা মজুমদার ওরফে সামুদা পুকুরে পড়ে ডুবে মারা গেছেন।
গত বুধবার (২৩ অক্টোবর) সকালে সদর উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় জানা যায়।
শামছুল হুদা মজুমদার বয়স হয়েছিল ৯০ বছর এবং তিনি সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের বাসিন্দা।
নিহতের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করে বলছেন, মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সম্ভবত নামাজের জন্য অজু করতে বাড়ির পুকুরে যান তিনি। সে সময় পানিতে পড়ে যায়। বুধবার সকাল ১০টায় বাড়ির নারীরা তার মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখে ডাক-চিৎকার দেন। পরে এশার নামাজের পর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ মজুমদার বলেন, শামছুল হুদাকে মঙ্গলবার দিনের বেলায়ও আমাদের বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। তিনি সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, শামছুল হুদার পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি।
শামসুল হুদা মজুমদাররা সাত ভাই ও তিন বোন। তাদের এক ভাই অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসকারী আলোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। শামছুল হুদা নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
0 Comments