বাদ পড়লেন বাবর-শাহিন-নাসিম! দেখে নিন কে কে আছেন দ্বিতীয় টেস্ট স্কোয়াডে।

রোববার ১৩ অক্টোবর এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্থান বোর্ড। বাবর, শাহিন ও নাসিমের বাদ পড়ার কারণ হিসেবে তাদের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেসের বিষয় দেখানো হয়েছে।

সদ্য পিসিবি নির্বাচক কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া দেশটির সাবেক পেসার আকিব জাভেদ জানান, 'আমরা আত্মবিশ্বাসী যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই বিরতি বাদ পড়া খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস ও ধৈর্য ফিরিয়ে আনবে তাদের। ফলে ভবিষ্যতে তারা যখন দলে আসবে তখন আবার নিজেদের সেরা অবস্থানে থাকবে।'

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ছন্দে নেই বাবর আজম। সবশেষ ১৮ ইনিংসে তার নেই কোনো ফিফটি। সর্বোচ্চ রান করেছেন ৪১। যার কারণে গত শুক্রবার মুলতান টেস্টের পরই সাবেক এই অধিনায়ককে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল নতুন নির্বাচক কমিটি।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, সৌদ শাকিল, আমের জামাল,  হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, সাজিদ খান, নোমান আলী, সায়িম আইয়ুব, সালমান আলী আঘা, জাহিদ মেহমুদ।

Post a Comment

0 Comments