Kolija ar Jaan Lyrics | O Taka Tui Amar Kolija | লিরিক্স
Kolija ar Jaan | Item Song | SURONGO | Afran Nisho | Nusraat Faria | Kona | Arafat Mohsin
গান: কলিজা আর জান
সুর ও সংগীতায়োজন: আরাফাত মহসিন
কণ্ঠ: দিলশাদ নাহার কনা
কথা: রাসেল মাহমুদ ও আরাফাত মহসিন
Song: Kolija ar Jaan
Music Arrangement & Composer: Arafat Mohsin
Singer: Dilshad Nahar Kona
Lyricist: Rasel Mahmud & Arafat Mohsin
Kolija ar Jaan Song Lyrics:
সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
আরে সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
কোথায় শান্তি, সুখ যে কিসে?
শুইনা যা আজ নাচে গানে।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না,
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
হা, ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না..
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ও টাকা তুই আমার কলিজা আর জান,
ও টাকা তুই আমার আসমানেরই চান,
ও টাকা তোর জন্য করে মন আনচান,
ও টাকা.. ও টাকা তুই আমার কলিজা আর জান।
কী চায় এই মন কেউ কি জানে?
আরে সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
কোথায় শান্তি, সুখ যে কিসে?
শুইনা যা আজ নাচে গানে।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না,
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
হা, ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান,
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।
না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায়, পায় হাসি তোদের মিঠা কথাতে,
ছলনা, সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না..
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।
ও টাকা তুই আমার কলিজা আর জান,
ও টাকা তুই আমার আসমানেরই চান,
ও টাকা তোর জন্য করে মন আনচান,
ও টাকা.. ও টাকা তুই আমার কলিজা আর জান।
0 Comments