এরদোয়ান তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

রিসেপ তাইয়েপ এরদোগান টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় বিজয়ী হন তিনি।

রিসেপ তাইয়েপ এরদোগান টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনা হয়েছে। এরদোগান পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী জোটের প্রার্থী কেমাল কিলিকদারোলু পেয়েছেন ৪৭.৯ শতাংশ ভোট। এরদোগান বেসরকারি প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হন।

কাতারের আমির তামিম বিন হামাদ এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় কাতারের আমির বলেন, 'আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার বিজয়ের জন্য অভিনন্দন। নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি।'

 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান এক টুইট বার্তায় এরদোগানকে 'অবিশ্বাস্য' জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

 

ভোটের ফলাফলের পর এরদোগান তার নিজ শহর ইস্তাম্বুলে এক বক্তৃতায় বলেন, "জাতির পক্ষে রায় দিয়ে আমরা দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন শেষ করেছি।" একটি ওপেন-টপ বাসের উপরে দাঁড়িয়ে তিনি উল্লাসিত সমর্থকদের উদ্দেশে বলেন, 'আল্লাহর ইচ্ছা, আমরা আপনাদের আস্থা রাখব।'

 

 

14 মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় রাষ্ট্রপতি পদের কোনো প্রার্থী 50 শতাংশ ভোট পাননি। এরদোগান ৪৯.৫ শতাংশ ভোট পেয়ে জয়ের সবচেয়ে কাছাকাছি এসেছেন। এরপর ছিলেন কেমাল কিলিকদারোলু। তার ভোট ছিল 44.8 শতাংশ। ফলে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়।

 

এরদোগান 2014 সাল থেকে তুরস্কের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি 2003 থেকে 2014 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এবং তিনি 1994 থেকে 1998 সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র ছিলেন।

Post a Comment

0 Comments