এতদিন আমরা কাঁদছি এখন ওরা কাঁদবে!

দেশে গণপিটুনী দিয়ে হত্যার ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে মৃত্যুদন্ড দিলেন ঢাকার আদালত। ২০১১ সালে শবে বরাতের রাতে আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় দায়ের করা  মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। অন্যধারায়, এই ৩২ আসামিকে ৭ বছর করে সশ্রম কারাদন্ডও দেন আদালত। তবে বাকি ২৫ আসামিকে খালাস দেয়া হয়েছে। 



এতদিন আমরা কাঁদছি এখন ওরা কাঁদবে" এই উক্তিটি যেন আমরা ভুলে না যাই। অন্যের সাথে করা আচরণ যে কোন ভাবেই হোক একদিন নিজের জীবনেই ফিরে আসে। এটাই প্রকৃতির বিচার।

২০১১ সালে শবে বরাতের রাতে আমিনবাজারে ৬ ছাত্রকে গণপিটুনী দিয়ে হত্যায় আজ আদালতের যুগান্তকারী রায়ের পর এক ছাত্রের মা।

Post a Comment

0 Comments